কুবির নওয়াব ফয়জুন্নেসা হলে বিজয় দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান
বিজয় দিবস উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের-(কুবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বুধবার (১৭ ডিসেম্বর) আবাসিক হল প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে৷
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওয়াব ফয়জুন্নেসা হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।
প্রথমে অতিথিদের বরণ করে ধর্মীয় গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। যথারীতি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কারে বিতরন করা হয়৷ এরপর অতিথিদের বক্তব্য শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।
নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন‚ ‘নওয়াব ফওজুন্নেসা চৌধুরানী হল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম হল। এটির নামকরণ করা হয়েছে একজন মহিয়সী নারীর নামানুসারে। এই হলের ছাত্রীরাও এই নামটিকে ধারণ করে। আমরাও এই হলের উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছি। এই হলে এক সপ্তাহব্যাপী ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷ এ ধরণের অনুষ্ঠান আমাদের সকলের মেধাকে আরো বিকশিত করবে।’
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন‚ ‘এই হলের সাথে আমার স্মৃতি আছে। আমি এখানে হাউজ টিউটর হিসেবে কাজ করেছি প্রথমদিকে। এই হলের কিছু সমস্যা আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করবো।’
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন‚ ‘এই হলটি আমার নিকটতম প্রতিবেশি। মাত্র ২৪ পার্সেন্ট শিক্ষার্থীকে আমরা আবাসিক সুবিধা দিতে পারি। যারা আবাসিকতার সুবিধা পেয়েছো, তোমরা প্রিভিলেজড। তোমরা সুযোগটাকে কাজে লাগাও, দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে কাজ করো। ভালো ছাত্র-ছাত্রী মানে ভালো মানুষ, তোমাদের অর্জিত শিক্ষার আলো সারাবিশ্বে ছড়িয়ে পড়ুক।’









