শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার আলেখারচর বিশ্বরোডের মিয়ামী বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৭, ২০২০
news-image

শাহ ইমরান:
স্বাস্হ্যবিধি অমান্য এবং অস্বাস্থ্য পরিবেশে নিম্ন মানের পচাঁ উপকরণ ব্যবহার করে খাদ্য তৈরির করার অভিযোগে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকার ঝাগুরঝুলির বড় আলমপুর এলাকায় অবস্থিত মিয়ামী বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

সোমবার ( ১৭আগষ্ট) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআবু বকর সরকার এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, স্বাস্হ্যবিধি অমান্য এবং অস্বাস্থ্য পরিবেশে নিম্ন মানের পচাঁ উপকরণ ব্যবহার করে খাদ্য তৈরির করার অভিযোগে মিয়ামী বেকারীকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয় এবং খাদ্যে মানসম্মত উপকরণ ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

তিনি আরো জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

আর পড়তে পারেন