শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লার ঐতিহ্য লালমাই পাহাড়

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩০, ২০১৯
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক লালমাই পাহাড়। কুমিল্লা সদর, সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা জুড়ে এই লালমাই পাহাড়টি অবস্থিত। এটি উত্তর-দক্ষিণে ১১ মাইল লম্বা এবং পূর্ব-পশ্চিমে ২ মাইল চওড়া। এ পাহাড়ের মাটি লাল হওয়ায় এর নাম লালমাই।

এ পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা ৫০ ফুট। কথিত আছে, রাম-রাবণের যুদ্ধে রামের ছোট ভাই লক্ষণ গুরুতর আহত হলে বৈদ্যের নির্দেশ অনুযায়ী বৈশল্যকরণী পাতার রস ক্ষতস্থানে লাগালে লক্ষণ ভালো হয়ে যাবে বলা হয়। কিন্তু বেচারা হনুমান গাছ চিনতে না পেরে হিমালয় পর্বত পুরোটা তুলে হাতে করে নিয়ে আসে। চিকিৎসার পর আবার পর্বতটা যথাস্থানে নিয়ে যেতে রওয়াানা দেয় হনুমান। কিন্তু পথে পর্বতের কিছু অংশ ভেঙ্গে কুমিল্লা সংলগ্ন লমলম সাগরে পড়ে যায়। আর তখন থেকেই এ স্থানের নাম রাখা হয় লালমাই। এছাড়া শোনা যায় এক রাজার নাকি দুই মেয়ে ছিল।

একজনের নাম ছিল লালমতি অন্যজনের নাম ময়নামতি। তাদের নামানুসারেই নাকি এই লালমাই ও ময়নামতি পাহাড়ের নামকরণ করা হয়েছে।আমি অগ্রগামী নামে একটা সংগঠনের সাথে যুক্ত ছিলাম। প্রতিষ্ঠানটির প্রধান রাজু ভাই। আমি প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসতাম। রাজু ভাই সিদ্ধন্ত নিলেন সংগঠনের সবাই মিলে পিকনিক করা। টিংকু ভাইকে দায়িত্ব দেওয়া হলো স্থান ঠিক করার জন্য। তিনি কুমিল্লার বার্ডস। যেই কথা সেই কাজ। আমরা সবাই একটা বাসে যাত্র শুরু করি। সকালের নাস্তা বাসেই সারা হয়।

এরপর চলে গানের আয়োজন। কিন্তু বাসে কোন ক্যাসেট নাই। তাই আমি উদ্যোগী হয়ে সবার থেকে চাদা তুলে ক্যাসেট কিনি। ক্যাসেট বাজাতে গিয়ে আরেক বিপত্তি, বাসের ক্যাসেট প্লেয়ার ভাল না। তাই গান শুনা আর হলো না। নিজেরাই চিল্লাচিল্লি করে যা সম্ভব তাই চালিয়ে নেওয়া। আমরা দুপুরের কিছু আগে বার্ডেসে পৌছাই। এরপর যে যার মতো করে বা দল বেধে ঘুরে বেড়ানো।আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাচ্ছি। সবার নাম আমার মনে নাই। তবে মাসুদ ও হূদয়ের সাথে আমার এখনো যোগাযোগ আছে। আমরা এক সাথে যখন এই পাহাড় সেই পাহাড়ে যাচ্ছি, তখন আমাদের সাথে দুই জন মেয়ে ছিল। যারা আপন দুই বোন। এক সময় আমরা পাহাড়ের চুড়ায় দাড়িয়ে গল্প করছি, এমন সময় ওই দুই বোনের এক বোন হাটতে হাটতে নিচের দিকে যায়। আমাদের সাথে সাব্বির ছিল। ও তখন অনেক স্বাস্থবান এবং লম্বা ছিল। মেয়েটা যখন উপরে উঠতে পারছিল না, তখন তাকে সাহায্য করার জন্য কেউ যাচ্ছে না। এমন কি সাব্বিরও না। তখন আমি তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেই। আমি যখন তার হাত ধরে উপরে উঠে আসছি। প্রায় কাছা কাছি চলে আসার পর মেয়েটা পা পিছলে পড়ে যায়, তার টানে আমিও পড়ে যাই। দুজনে গড়াগড়ি খেয়ে প্রায় নিচে চলে যাই। আমাদের এমন বিপদ দেখে উপর থেকে সবাই মজা নিচ্ছে। নিচে আবার শিয়ালের ডাক শুনা যাচ্ছে। ওই অবস্থায় পড়ি মরি করে আবারো দুজনে উপরে চলে আসি। কে জেনো বলেছিল, সিনেমার দৃশ্য দেখলাম।বার্ডসে আমরা দুপুরের খাবার খাই। এখানে খুবই গুছানো এবং নিয়মত্রান্ত্রিক ভাবে খাবার পরিবেশন করা হয়।

বুফে খাবার নিতে হয়। জনপ্রতি যা বরাদ্দকৃত খাবার যদি কেউ না খায় বা বেশি হয় তাহলে তা ফেরত নেওয়া হয় না। ভাল খাবারও ফেলে দেওয়া হয়। আমি একজন বলেছিলাম, ভালখাবার ফেলে দিচ্ছেন কেনো? তিনি উত্তর দিয়েছিলেন, বিক্রি করা খাবার ফেরত নেওয়া হয় না।যাই হউক, আমরা এবার একটু সৌন্দর্য্য নিয়ে কথা বলি। লালমাই পাহাড়ের যে সৌন্দর্য্যটি পর্যটকদের আকৃষ্ট করে তা হল এখানকার লাল মাটি। এছাড়াও পর্বতের সমস্ত মাথা জুড়ে কোথাও ঘন গাছপালা কোথাও আবার ন্যাড়া অংশ যা পর্যটকদের আকর্ষণ করে। এছাড়ও লালমাই পাহাড়ে রয়েছে অপার সমৃদ্ধির হাতছানি। বিশেষজ্ঞদের মতে, মাটির গঠন অনুযায়ী প্রাচীন এ জনপদে অনুসন্ধানে বেরিয়ে আসতে পারে তেল গ্যাসের মতো খনিজ সম্পদ। পাহাড়ের কোল ঘেঁষে শালবন বৌদ্ধ বিহার। এছাড়া পাহাড়ের এখানে সেখানে ছড়িয়ে আছে প্রত্নতত্ত্ব ও ঐতিহাসিক স্থাপনা।লালমাই পাহাড়েরই একটি স্থানের নাম সালমানপুর। এই সালমানপুরেই ২০০৬ সালে চালু হয় ঐতিহ্যবাহী কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

একই এলাকায় প্রতিষ্ঠিত হয়েছে সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটও। এখানে রয়েছে শালবন বিহার। পূর্বে এই প্রত্নস্থানটি ‘শালবন রাজাবাড়ি’ নামে পরিচিত ছিল। এর আসল নাম ‘ভবদেব মহাবিহার’। এই বিহারটি খননে পাওয়া গেছে বিপুল পরিমাণ প্রত্নসম্পদ, যা এখন ময়নামতি জাদুঘরে শোভা পাচ্ছে। রয়েছে ময়নামতি বৌদ্ধবিহার। এখানে অষ্টম শতকের পুরাকীর্তি রয়েছে। এখানকার বিভিন্ন স্পটের মধ্যে শালবন বিহার ও বৌদ্ধ বিহার অন্যতম। ৩ বৌদ্ধ বিহার থেকে ৩ মাইল উত্তরে দেখতে পাওয়া যায় কুটিলামুড়া ও রূপবান মুড়া। এরও উত্তর-পশ্চিমে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত চারপত্র মুড়া। এখানে বনবিভাগ ২টি পিকনিক স্পট চালু করেছে।এখানেই রয়েছে দৃষ্টিনন্দন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)।

আর পড়তে পারেন