কুমিল্লার মেঘনায় মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার বড়কান্দা এলাকায় অভিযান চালিয়ে পারভেজ (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি মেঘনা উপজেলার বড়কান্দা (চকের বাড়ি) এলাকার বাসিন্দা এবং মো. ফারুক মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মেঘনা থানার এসআই মো. সুদীপ্ত শাহীন (নি.) সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তল্লাশি করেন।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন উপজেলার ৫ নম্বর বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা জলারপাড় এলাকায় বাদলের জমিতে থাকা দুটি খড়ের গাদার মাঝখানে ইয়াবা কারবারি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
এ সময় তল্লাশি করে পারভেজের প্যান্টের পকেট থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রগুলোর মধ্যে একটি কাঠের বাটযুক্ত ধারালো চাপাতি এবং একটি কাঠের হাতলযুক্ত ধারালো ছেনি দা পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।
মেঘনা থানার ওসি শহীদুল ইসলাম জানান, মেঘনাকে মাদকমুক্ত করতে টিম মেঘনা নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে পারভেজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।











