শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় পুলিশ ও শিক্ষার্থীদের মাঝে ফুল-চকলেট বিনিময়

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৪, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ

ধন্যবাদস্বরূপ পুলিশের হাতে গোলাপ ফুল তুলে দিলো কোমলমতি শিক্ষার্থীরা। জবাবে পুলিশের কাছ থেকে পেলো চকলেট।

শনিবার বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনার গোমতা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে এমন দৃশ্য চোখে পড়েছে। নিরাপদ সড়কের দাবিতে দেশের বিভিন্ন স্থানের মতো কুমিল্লাতেও বৃহস্পতিবার থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। তবে শনিবার (৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেছে তারা। শনিবার এভাবেই শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে তাদের কর্মসূচি শেষ করেছে।

শনিবার সকাল ১০টা থেকে নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুমিল্লা নগরীর গোমতা এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে এলাকায় জড়ো হতে থাকে। এ সময় নিরাপদ সড়কের দাবিতে তারা নানা স্লোগান দেয়। পরে তারা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গায়। এ সময় পুলিশ তাদের চারপাশ থেকে ঘিরে রেখে নিরাপত্তা দেয়।

আর পড়তে পারেন