শনিবার, ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় সড়ক দুঘর্টনায় আহত ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২২, ২০১৭
news-image

 

সাকিব আল হেলালঃ

অবশেষে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন সড়ক দুর্ঘটনায়  আহত কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আসিফ ।

বুধবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আসিফ আহমেদ কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের অবপ্রাপ্ত সেনাবাহিনী ও সৌদি প্রবাসী জামাল হোসেনের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার(২১ নভেম্বর) সকাল ৮ টায় কলেজে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় রাস্তা পারাপারের সময়  ইর্স্টাণ মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি বাসের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন আসিফ। গুরুতর আহত আসিফকে কুমিল্লা সেনানিবাসের সিএমএইচে ভর্তি করা হয় কিন্তু তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত হেলিকপ্টার যোগে বিকাল ৩টায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ক্যান্টনমেন্ট সিএমএইচ থেকে ঢাকায় পাঠানো হয়।ঢাকার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। বুধবার সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি মেম্বার তাজুল ইসলাম ওই আহত শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুব জানান, ওই শিক্ষার্থী মারা গেছে কিনা তা এখনো জানিতে পারিনি।

আর পড়তে পারেন