বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৭৫১ মণ্ডপে এবারের দুর্গোৎসব

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১৭, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

কুমিল্লা আর মাত্র কয়েকদিন পরেই সনাতন ধর্মাম্বলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কুমিল্লার ৭৫১টি পূজা মণ্ডপে ব্যাপক প্রস্ততি চলছে। বর্তমানে প্রতিমা নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। শান্তিপূর্ণ পূজা উদযাপন সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে জেলার মোট ৭’ শ ৫১ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে জেলার মুরাদনগর উপজেলায় সর্বোচ্চ মণ্ডপ সংখ্যা ১৫৫টি এবং সব থেকে কম পূজা অনুষ্ঠিত হবে মেঘনা উপজেলায় মাত্র ৪টি মণ্ডপে। আদর্শ সদর উপজেলায় ২১টি, সিটি করপোরেশন এলাকায় ৪৬টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২৩টি, তিতাস উপজেলায় ১২টি, দাউদকান্দি উপজেলায় ৫৩টি, সদর দক্ষিণ উপজেলায় ৫২টি, হোমনা উপজেলায় ৪৩টি, নাঙ্গলকোট উপজেলায় ৮টি, চান্দিনা উপজেলায় ৬৬টি, মনোহরগঞ্জ উপজেলায় ১৪টি, দেবিদ্বার উপজেলায় ৮৫টি, ব্রা‏হ্মণপাড়া উপজেলায় ১৬টি, বরুড়া উপজেলায় ৮৫টি, লাকসাম উপজেলায় ৩৩টি ও বুড়িচং উপজেলায় ৩৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে।

কুমিল্লা জেলা প্রসাশক জাহাঙ্গীর আলম জানান, আসন্ন পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

জেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা পূজা মণ্ডপে শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করবেন। তিনি আরও জানান, পূজায় যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে জেলা প্রশাসন।

আর পড়তে পারেন