বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা ছাড়ছেন মাশরাফি !

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৭, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির আসন্ন আসরকে ঘীরে নিজেদের মতো করে দল সাজাচ্ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। ইতিমধ্যে দুই দলের আইকন ক্রিকেটারও নিশ্চিত করেছে দলগুলোর কর্ণধার। গত আসরের মতো এবারের আসরেও খুলনা টাইটানসের হয়ে খেলবেন অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। আপাতত এই দুল দল নিজেদের আইকন ক্রিকেটার নিশ্চিত করলেও টুর্নামেন্টের অংশগ্রহণকারী বাকি দলগুলোও আইকন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করে নিচ্ছে। গত আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানন্স ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দল নিয়ে মতবিরোধ ছিল অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তাজার। বেশ কয়েকদিন আগে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছে আসন্ন আসরে কুমিল্লা ছাড়ছে মাশরাফি । এইদিকে মাশরাফি কুমিল্লা ছাড়লে যোগ দিবেন কোন দলে সেই নিয়েও আলোচনা কম হয়নি ক্রিকেটপাড়ায়। এক দায়িত্বশীল সূত্রে জানা গিয়েছে রংপুর রাইডার্সের হয়ে খেলতে পারেন জাতীয় দলের এই ওয়ানডে অধিনায়ক। দুই পক্ষের মধ্যে কথা-বার্তাও এক প্রকার নিশ্চিত বলা যায় তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিক কিংবা নিশ্চিতভাবে কিছুই জানায় নি রংপুর। অন্যদিকে গুঞ্জন উঠেছে মাশরাফি কুমিল্লা ছাড়লে ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে এবারের আসর কাঁপাবেন জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। এক গোপন সূত্রে জানা যায় বিষয়টি নিয়ে অনেকদূরই এগিয়েছে কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি এবং তামিম। তবে এইদিকে কুমিল্লাকে পেতে আগ্রহী তামিমের ঘরের দল চিটাগং ভাইকিংসও। তামিম, মাশরাফির পর এবারের আসরে দল পরিবর্তন হচ্ছে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমেরও। জানা গিয়েছে এবারের আসরে ঘরের ছেলে মুশফিককেই চাইছেন রাজশাহী কিংস। দুই পক্ষের মধ্যে কথা-বার্তা এক প্রকার নিশ্চিতই শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি। বিপিএলে গত আসরে বরিশাল বুলসের হয়ে খেলেছিলেন মুশফিক। তবে বুলসের অন্যতম কর্ণধার এম. এ আউয়াল চৌধুরী মুশফিককের দায়িত্বজ্ঞান, শৃঙ্খলা-বোধ নিয়ে প্রশ্ন তুলেছেন। যার কারণে বুলসের সঙ্গে মুশফিকের পথযাত্রা এখানেই শেষ হচ্ছে। মুশফিকের বদলি কাকে আইকন হিসেবে পান সেটাই দেখার বিষয়।

আর পড়তে পারেন