বৃহস্পতিবার, ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লা জেলার ১১ আসনে পোস্টাল ব্যালট ভোটার সংখ্যা ১ লাখ ১১ হাজারের বেশি

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৫, ২০২৬
news-image

স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কুমিল্লার ১১ সংসদীয় আসনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের লক্ষ্যে নিবন্ধিত হয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ৫৫০ জন ভোটার।

এসব ভোটারের মধ্যে দেশের বিভিন্ন স্থানে চাকরিরত, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত এবং বিভিন্ন দেশে প্রবাসী রয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান।

আসনভিত্তিক পোস্টাল ব্যালটের ভোটারদের মধ্যে কুমিল্লা-১( দাউদকান্দি -মেঘনা) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৮ হাজার ৫৯৯ জন যার মধ্য পুরুষ ৭৬৯৯ মহিলা ৯০০,কুমিল্লা -(হোমনা-তিতাস) আসনে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন সাত হাজার ২৯০ জন।যার মধ্যে পুরুষ ৬৬৪৫ নারী ৬৪৫ জন,কুমিল্লা – ৩ মুরাদনগর আসনে ৯৪৯৮ যার মধ্যে পুরুষ ৮৯০৭ ও নারী ৫৯১ জন,কুমিল্লা – দেবিদ্বার আসনে ১০১০৫ জন,যার মধ্যে পুরুষ ৯৩৮৯ ও নারী ৭১৬ জন,কুমিল্লা -৫( বুড়িচং -ব্রাহ্মনপাড়া) আসনে ১২৩৩০ জন যার মধ্যে পুরুষ ১১৩০০ ও নারী ১০৩০ জন,কুমিল্লা -৬( আদর্শ সদর- সিটি করপোরেশন – সদর দক্ষিণ) আসনে ১১৯১৬ জন,যার মধ্যে পুরুষ ১০৫৫১ ও নারী ১৩৬৫ জন,কুমিল্লা -৭ চান্দিনা আসনে ৫৭২২ জন,যার মধ্যে পুরুষ ৫৩৯১ জন ও নারী ৩৩১ জন,কুমিল্লা -৮ বরুড়া আসনে ৮৪৪৮ জন,কুমিল্লা -৯ ( লাকসাম -মনোহরগঞ্জ) আসনে ১১১৬৩ জন যার মধ্যে পুরুষ ১০৪৬৯ নারী ৬৯৪ জন,কুমিল্লা -১০( নাঙ্গলকোট -লালমাই) আসনে ১৩৯৩৮ জন যার মধ্যে পুরুষ ১৩০৯৪ নারী ৮৪৪ ও কুমিল্লা -১১ চৌদ্দগ্রাম আসনে মোট পোষ্টাল ভোটার ১২৫৪১ জন,যার মধ্যে ১১৮১৩ ও নারী ৭২৮ জন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান জানান, নিবন্ধিত ভোটারদের ঠিকানায় ডাকযোগে জাতীয় নির্বাচনের জন্য প্রতীক সম্বলিত ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি রঙের আরও একটি ব্যালট পেপার প্রেরণ করবে নির্বাচন কমিশন।

পাঠানো নিয়মাবলী অনুসরণ করে ভোট প্রদান শেষে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠিয়ে দেবেন। ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের সময় শেষ হলে বিকাল সাড়ে ৪টায় রিটার্নিং অফিসারের দফতরে এজেন্টদের উপস্থিতিতে এসব ব্যালটের ভোট গণনা করা হবে।

আর পড়তে পারেন