সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটিতে আছেন যারা

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

কমিটিতে সভাপতি পদে রয়েছেন জাকারিয়া তাহের সুমন, সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ আমিরুজ্জামান ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদে রয়েছেন আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ কামরুল হুদা এবং সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন মোহাম্মদ নজরুল হক ভূইয়া স্বপন।

 

চলতি বছরের ২৭ সেপ্টেম্বর দক্ষিণ জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। ঐদিন সভাপতি পদে জাকারিয়া তাহের সুমন ও সাধারণ সম্পাদক পদে আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নাম ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, গত ২৭ সেপ্টেম্বর দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার প্রিন্ট ভার্সনে দক্ষিণ জেলা বিএনপির সুপার ফাইভ কমিটিতে কারা আসতে পারেন সে বিষয়ে অগ্রিম সংবাদ প্রকাশিত হয়, যা প্রায় তিন মাস পর মিলে গেল

আর পড়তে পারেন