কুমিল্লা নগরীর রেসকোর্সে চিকিৎসক দম্পতির মোবাইল ও অর্থ ছিনতাই
কুমিল্লা নগরীতে চুরি ছিনতাই চরম আকারে বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন রাস্তায় চলাচলরত পথচারীরা। প্রতিদিনই বিভিন্ন সড়কে দিনে দুপুরে চুরি ছিনতাই হচ্ছে। আজ রবিবার ভোরে এক চিকিৎসক দম্পতির কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকা মূল্যের দুইটি মোবাইল, নগদ চার হাজার টাকা এবং মূল্যবান কাগজপত্রসহ ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সশস্ত্র দুই ছিনতাইকারী।
এ ঘটনায় ডাঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আজ ভোর সাড়ে ৫ টায় নগরীর রেইসকোর্স এলাকার মুক্তি হাসপাতালের সামনে রাস্তার উপর এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ডাক্তার মোস্তাফিজুর রহমান জানান, আমি ও আমার স্ত্রী ডাঃ আফসানা জান্নাত অটোরিক্সাযোগে ঝাউতলা হতে শাসনগাছা বাসষ্টেশন যাওয়ার পথে মুক্তি হাসপাতালের সামনে পৌছালে সামনের দিক হতে অজ্ঞাতনামা ২/৩ জন ছিনতাইকারী আকম্মিক ভাবে আমাদের অটোরিক্সার সামনে এসে পথরোধ করে তাদের হাতে থাকা লোহার চাপাতি ও লোহার রড দিয়ে আমাদের স্বামী-স্ত্রী দুজনকে মৃত্যুর ভয় দেখিয়ে আমার হাতে থাকা একটি মোবাইল এবং আমার স্ত্রীর নিকট থাকা মোবাইল সেট এবং আমার নিকট থাকা নগদ ৪ হাজার টাকা ও আমার স্ত্রীর নিকট থাকা ০১ পার্টস ব্যাগ যাতে জরুরি কাগজপত্র ছিল তা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়। উক্ত ছিনতাইকারীদের বয়স অনুমান ৩০ হতে ৩৫ বছর
হবে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, ছিনতাইকারীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।











