শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের শিশুদের এক আনন্দঘন দিন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০২০
news-image

স্টাফ রিপোর্টারঃ

খেলাধুলা, বিনোদন ও খাওয়া দাওয়ার মধ্য দিয়ে কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের  এক আনন্দঘন দিন কাটলো।

মঙ্গলবার সকালে সে আনন্দময় বিশেষ দিনটির আয়োজন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ, কুমিল্লা জেলা ।

খেলাধুলা করে, প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে শিশুদের আজকের দিনটি উপভোগ্য করে দিয়েছেন এই সংগঠনটি।

এ আনন্দময় দিনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা আক্তার নাজনীন,  দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ও বাংলানিউজটোয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার ইমতিয়াজ আহমেদ জিতু,  দৈনিক আজকের কুমিল্লার প্রশাসনিক কর্মকর্তা  বি এম মহিউদ্দিন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা জেসমিন আশরাফ চৌধুরী এবং  ভলান্টিয়ার ফর বাংলাদেশ, কুমিল্লা জেলা র সাধারণ সম্পাদক আবরার  আল দাইয়ান, পিও তৌহিদুল ইসলাম, পিআরও তানভীর, ট্রেজারার তৃষ্ণা, ইভেন্ট লিডার মুনতাসিন, সাকিব, জেরিন প্রমুখ।

ভিবিডি কুমিল্লা আনন্দময় করেছে সমাজে সেইসব বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে। যারা সমাজে সচরাচর সবার থেকে ভালোবাসা জিনিসটি পায় না তাদের সমাজে দেখা হয় ভিন্ন চোখে।  ভিবিডি কুমিল্লা আজ সারাদিন সময় কাটিয়েছে এইসব শিশুদের সাথে খেলাধুলা থেকে শুরু করে তাদের হাতে তুলে দিয়েছেন তাদের প্রয়োজনীয় সব জিনিস। দিন শেষে এসব শিশুদের মুখে হাসি ফুটে উঠেছে।

ক্রিকেট ব্যাট, টেনিস বল, ফুটবল , মগ, টিভিন বক্স পেয়ে বেশ আনন্দিত এ বিশেষ শিশুরা।

উল্লেখ্য যে, এ আয়োজনে স্পন্সর হিসেবে ছিলেন জেনজা।

 

আর পড়তে পারেন