শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমেকে ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় ৫২ জনের বিরুদ্ধে মামলা

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৬, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মেডিকেল কলেজে  ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে  অজ্ঞাতনামা আরো ৩৫ জনসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (৬ জানুয়ারী) কুমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদি হয়ে কোতয়ালী থানায় মামলাটি করেন।

সংঘর্ষের ঘটনায় আটক হওয়া ২ আসামি রিয়াদ হোসেন ও সৌমিত্র আচার্যকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারী) ভোররাত কুমেকের শেখ রাসেল হোস্টেলে আধিপত্য বিস্তার নিয়ে কুমেক ছাত্রলীগ নেতা আবদুল হান্নান ও হাবিবুর রহমান পলাশ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন ছাত্র আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কলেজের ২৩-তম ব্যাচের ছাত্র তৌফিকুল ইসলাম এ্যাপোলো হাসপাতালে ও ইরফানুল হক রুপু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাউদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন