শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে আরো ৫০ জন করোনামুক্ত : নতুন শনাক্ত ১২

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ
করোনা ভাইরাসে চাঁদপুরে আরও ১২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ১৯ শ’ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ১৯৬৪ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। এর মধ্যে দিনের সুস্থ রোগীর সংখ্যা ৫০ জন। নতুন আক্রান্তরা চাঁদপুর সদরে ৪ জন, মতলব উত্তরে ২ জন ও মতলব দক্ষিণে ৬ জন। বাকী ৪২৫ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৭৫ জনের মধ্যে- চাঁদপুর সদরে ২১ জন, ফরিদগঞ্জে ১০ জন, হাজীগঞ্জে ১৭ জন, শাহরাস্তিতে ৭ জন, কচুয়ায় ৬ জন, মতলব উত্তরে ১০ জন, মতলব দক্ষিণে ৩ জন ও হাইমচরে ১ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ১৯শ’ ৬৪ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৭শ’ ৭৮, হাইমচরে ১২৯, মতলব উত্তরে ১৬১, মতলব দক্ষিণে ২০৯, ফরিদগঞ্জে ২২২, হাজীগঞ্জে ১৮৭, কচুয়ায় ৭৯, ও শাহরাস্তিতে ১৯৮ জন।

সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহষ্পতিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত নমুনা ১১৭ টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১০৫ টি। এরমধ্যে ১২ টি পজেটিভ ও ৯৫ টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬৯৫। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৭ হাজার ৫৭৮টি। অপেক্ষমান রিপোর্ট ১১৭ টি। তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৭২৫ জন। এরমধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৬৮৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৩৯ জন। চিকিৎসাধীন ৪২৫ জনের মধ্যে হাসপাতালে ৩৩ জন, ঢাকায় রেফার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৮৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ১১ হাজার ৯৭ জন। এরমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯ হাজার ১৩১জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৯৬৬ জন।

আর পড়তে পারেন