বুধবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁদপুরে জামে মসজিদের ইমামকে ব্যতিক্রমী বিদায় দিল মুসল্লীরা

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২২, ২০২৫
news-image

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

দীর্ঘ ১৭ বছর ধরে মসজিদের ইমামতি শেষে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের হাঁপানিয়া আল আরাফাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির হোসেনকে রাজকীয় সংবর্ধনায় বিদায় দিয়েছেন মুসল্লিরা। সোমবার (২২ সেপ্টেম্বর) জোহর নামাজ শেষে ইমামের রাজকীয় সংবর্ধনার আয়োজন করেন মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিরা।

মাওলানা কবির হোসেন চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার বাসিন্দা ও হাঁপানিয়া মনজুরা ইসলামিয়া মাদ্রাসার ও এতিম খানার সহকারী শিক্ষক। সংবর্ধনা অনুষ্ঠানের আগে শেষবারের মতো জোহর নামাজে ইমামতি শেষে মাওলানা কবির হোসেন উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর কাছে নিজের ভুল ত্রুটির ক্ষমা চান। সংবর্ধনা অনুষ্ঠানে জামে মসজিদের বিদায়ী ইমামকে নগদ ৬১ হাজার ৫০০ টাকা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করেন মুসল্লিরা। পরে ফুলের মালা পড়িয়ে তাকে ফুল সজ্জিত গাড়িতে করে তার বাড়িতে নিয়ে যান এলাকাবাসী। এসময় রাস্তার দুই পাশের উৎসুক জনতার নজর কাড়ে।

এ সময় স্থানীয় মুসল্লীরা বলেন, আমরা তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামি শিক্ষা দিয়েছেন, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিদায়ী ইমামের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে তাকে বিদায় দিতে আমাদের খুবই কষ্ট অনুভব হচ্ছে। বিদায়ী ইমাম মাওলানা কবির হোসেন বলেন, বিগত ১৭ বছর ধরে এই মসজিদে ইমামতি করে আসছি। সৌদি আরবে আমার চাকরি হওয়ায় আমি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি। তবে মানুষ আমাকে এত ভালোবাসে আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের এতো ভালোবাসায় সত্যিই মুগ্ধ। মৃত্যুর আগ পর্যন্ত আমি আজকের এ দিনটি ভুলব না।

এ সময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদের মতোওয়াল্লী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব, চাঁদপুর বারের আইনজীবী ও এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এডভোকেট আব্দুল্লাহিল বাকী, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটোয়ারী, মসজিদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মিজি। এসময় উপস্থিত ছিলেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলী আহসান মিজি, মসজিদ কমিটির সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলী আহমেদ স্বপন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক ফয়েজ আহমেদ সহ মসজিদের মুসল্লীগণ ও উক্ত এলাকার বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ।

আর পড়তে পারেন