চান্দিনায় চাঁদাবাজির অভিযোগে এলডিপির ২ নেতা বহিষ্কার

কুমিল্লার চান্দিনায় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হওয়া জাতীয়তাবাদী শ্রমিক দল ও এলডিপির তিন নেতার মধ্যে দুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (২১সেপ্টেম্বর) রাতে চান্দিনা পৌর এলডিপি সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো.শাহ আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দল থেকে তাদের বহিষ্কার করা হয়।
বহিস্কৃত দুই নেতা হলেন চান্দিনা পৌরসভার ৪ নং ওয়ার্ড এলডিপি সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর আলম ও পৌর গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মো.অলি শেখ। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- সংবাদ মাধ্যমে দৃষ্টিগোচর হয় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আলাউদ্দিন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের পৌর সাধারণ সম্পাদক অলি শেখ ও পৌরসভার ৪ নং ওয়ার্ড এলডিপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চাঁদাবাজির দায়ে গ্রেফতার হন। বিষয়টি গোচারিত হওয়ার পর এলডিপির পক্ষ থেকে থানায় যোগাযোগ করে সত্যতা পাওয়া যায়। এই মর্মে এলডিপি ও গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সভাপতির সাথে আলোচনাক্রমে অলি শেখ ও জাহাঙ্গীর আলম কে সাময়িক বরখাস্ত করা হলো।
উল্লেখ্য রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর চান্দিনাস্থ প্রধান কার্যালয় থেকে চাঁদাবাজির অভিযোগে জাতীয়তাবাদী শ্রমিক দল ও এলডিপি এবং তার সহযোগী সংগঠন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের ৩ জন কে আটক করে যৌথবাহিনী। পরে তাদেরকে চান্দিনা থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়।