বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে সহকারী শিক্ষিকা সাজেদা আক্তারের বিদায়ী সংবধনা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৩০, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সাজেদা আকতারের বিদায় সংবধনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল কুদ্দুস প্রধান।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওবায়েদুল হক লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা আবু বকর মোহাম্মদ ছিদ্দিকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পলাশ চন্দ্র ভট্টাচার্য, সাবেক শিক্ষিকা হাফছা আকতার, সহকারী শিক্ষক নাছির উদ্দীন পাটোয়ারী, জাহিদুল আলম শামিম, সাবেক ছাত্র রিগ্যান ,মোহাম্মদ রহিত ,পলাশ।

এসময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারী হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ জয়নাল আবদিন শিমুল, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মিজানুর রহমান, করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান ,সহকারী শিক্ষক সৈয়দা জান্নাতুল ফেরদৌস ,সানজিদা ফারভিন, স্হানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান।

উল্লেখ্য, সাজেদা আক্তার বিগত ১৯৮৯ সালে সহকারী শিক্ষীকা হিসেবে কর্মজীবনে যোগদান করেন এবং দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবন শেষ করে অবসর নেন।

আর পড়তে পারেন