টাউনহলে বিএনপির সম্মেলন ঘিরে উৎসবমুখর পরিবেশ

হাবিবুর রহমান মুন্না:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির বহুল প্রত্যাশিত সম্মেলন। ১৬ বছর পর এই সম্মেলনকে কেন্দ্র করে দক্ষিণ জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। জেলায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
নগরীর প্রাণকেন্দ্র কুমিল্লা টাউনহলে বিশাল প্যান্ডেল, পুরোটা অংশজুড়ে আলোকোজ্জ্বল করা হয়েছে। কুমিল্লা নগরী, জেলার বিভিন্ন উপজেলা, সম্মেলনস্থল কুমিল্লা টাউনহলে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি, ব্যানার ও পোষ্টার শোভা পাচ্ছে। নগরীর বিভিন্ন সড়কে বিভিন্ন নেতাকর্মীর ব্যানার, পোষ্টার শোভা পাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল প্রায় এক যুগেরও বেশি সময় আগে। এরপর নানা রাজনৈতিক প্রেক্ষাপট, আন্দোলন-সংগ্রাম, ও অভ্যন্তরীণ সংকটের কারণে দীর্ঘদিন ধরে জেলা কমিটি পুনর্গঠন সম্ভব হয়নি। তবে এবার নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে আবারও সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে দলটি। সম্মেলন উপলক্ষে জেলা শহরজুড়ে ব্যানার, ফেস্টুন, পোস্টার, মিছিল ও মিটিংয়ে মুখরিত হয়ে উঠেছে রাজপথ। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্মেলন সফল করতে নিরলসভাবে কাজ করে চলেছেন। জানা গেছে, সম্মেলন আয়োজনে গঠিত প্রস্তুতি কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির এক প্রস্তুতি কমিটির সদস্য বলেন, “সম্মেলন সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা দেখা দিয়েছে, তা বিগত কয়েক বছরে দেখা যায়নি।” দক্ষিণ জেলা বিএনপির প্রবীণ নেতারা মনে করছেন, “এই সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনের মধ্যে নতুন নেতৃত্বের উত্থান ঘটবে। ভবিষ্যতের রাজনৈতিক লড়াইয়ে বিএনপি আরও শক্তিশালী ও সুসংগঠিতভাবে অংশ নিতে পারবে। সেইসাথে গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
স্থানীয় নেতাকর্মীরা বলছেন, এত বছর পর এমন সম্মেলন দলের ভিতরে আশার সঞ্চার করেছে। তৃণমূল নেতাকর্মীরা বলছেন, তারা চান এমন নেতৃত্ব, যারা মাঠে থাকবে, কর্মীদের পাশে থাকবে, এবং আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেবে। দীর্ঘ বিরতির পর এই সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং এটি হতে যাচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির জন্য একটি নতুন যাত্রার সূচনা।