শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তুরস্কে ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলেন বাংলাদেশী শিক্ষার্থী হাসান কবির

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৯, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্টঃ

তুরস্কে অনুষ্ঠিত ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত “আইসিওয়াইএফ রমজান ফটোগ্রাফি প্রয়োগিতায় ২০১৯”-এ প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশী শিক্ষার্থী মুহাম্মদ হাসান কবির।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি নারিশ্চা গ্রামের মাওলানা ফয়জুল কবিরের পুত্র মুহাম্মদ হাসান কবির তুরস্কের সেলজুক বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান এবং জনপ্রশাসন বিষয়ে পড়াশুনা করছেন।

আইসিওয়াইএফ রমজান ফটোগ্রাফি প্রয়োগিতাটি গত ১১ মে শুরু হয়ে ৩০ মে শেষ হয়। পরবর্তীতে গত ৪ জুন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। এতে প্রথমস্থান অর্জন করেন বাংলাদেশী শিক্ষার্থী মুহাম্মদ হাসান কবির।

হাসান কবির লোহাগাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির ও মরক্কোর আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আগাদীর’র আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ও সহকারী অধ্যাপক এবং গ্লোবাল পীস প্লানেট (জিপিপি)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মাহীর ছোট ভাই।

আর পড়তে পারেন