মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে কিশোরকে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১৩, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দাউদকান্দিতে ফাহিম (১২) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার পর অটোরিকশা চুরির ঘটনায় দায়ের হওয়া মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে শাহেদ নামের ওই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি এম আব্দুল হালিম। এর আগে শুক্রবার দিবাগত রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানান, গ্রেপ্তার শাহেদ মুন্সীগঞ্জ জেলার গজারীয়া উপজেলার পুরানচাষী গ্রামের মৃত রতন মিয়ার ছেলে। গত ২৪ সেপ্টেম্বর পৌরসদরের দক্ষিণ নছরুদ্দী স্লুইচগেইট এলাকায় ১২ বছরের কিশোর ফাহিমকে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরদিন সকালে স্থানীয়দের কাছে তথ্য পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ নিয়ে মামলা দায়ের হয়। গ্রেপ্তার শাহেদ ওই মামলার অন্যতম আসামি।

ওসি এম আব্দুল হালিম জানান, চাঞ্চল্যকর ফাহিম হত্যার অন্যতম আসামি শাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টার দিকে দাউদকান্দি মডেল থানার উত্তর নসিরউদ্দি স্লুইসগেট এলাকায় ফাহিমের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ ঘটনায় মামলা দায়ের করে ফাহিমের পরিবার।

আর পড়তে পারেন