শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০১৮
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

চলতি বছর পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন আর্থার আশকিন, রেজার্ড মুরু এবং ডোনা স্ট্রিকল্যান্ড নামের তিন বিজ্ঞানী।

লেসার নিয়ে গবেষণায় ‍যুগান্তকারী উদ্ভাবনের জন্য মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে বলে দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই তিন বিজ্ঞানীর হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

গার্ডিয়ান জানায়, যুক্তরাষ্ট্রের আর্থার, ফ্রান্সের রেজার্ড এবং কানাডার ডোনাকে ভাগাভাগি করে দেওয়া হবে নোবেল পুরস্কারের অর্থ। এক্ষেত্রে ৯০ লাখ সুইডিশ ক্রোনারের মধ্যে আর্থার অর্ধেক এবং বাকি অর্ধেক অন্য দুই বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেওয়া হবে।

আর পড়তে পারেন