দাউদকান্দিতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত
জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার আনুমানিক রাত পৌনে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির বানিয়াপাড়া এলাকায় দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকে দ্রুত গতির মোটরসাইকেলটি ধাক্কা দিলে এদুর্ঘটনা আরও একজন আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, কুমিল্লাগামী একটি মোটরসাইকেল দ্রত গতিতে যাচ্ছিল। বানিয়াপাড়া নাথ বাড়ীর সামনে দাড়িয়ে থাকা ড্রামট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক সড়কে পড়ে গেলে পেছনে থাকা অজ্ঞাত আরেকটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত মোটরসাইকেল চালক মারা যায়। দাড়িয়ে থাকা ট্রাকটির সামনে পিছনে কোন সিগনাল লাইট না থাকা এবং মোটরসাইকেলের বেপরোয়া গতির কারনেই এদুর্ঘটনার কারণ বলে প্রত্যক্ষদর্শীরা জানান
দাউদকান্দি হাইওয়ে থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ জাকির হোসেন জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি দাড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের সাথে ধাক্কা লেগে চালক পড়ে যায় । পরে পেছন থেকে আসা অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের পরিচয় পাওয়া যায়নি। নিহতের মরদেহ এবং দাড়িয়ে থাকা ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।










