দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মনিরুল হক চৌধুরীর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা বাঁচাও মঞ্চের উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকালে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রী যুবরাজ ভৌমিক। সঞ্চালনা করেন নাসির উদ্দিন সদস্য সচিব, কুমিল্লা মহানগর। কুমিল্লা বাঁচাও মঞ্চ মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বাঁচাও মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ১ এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. আব্দুল মোতালেব মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী (সাবেক সংসদ সদস্য ও হুইপ), শ্রী শ্যামা প্রসাদ ভট্টাচার্য, জহিরুল হক দুলাল, হাজী সিদ্দিকুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা মহানগরের সভাপতি অমল চন্দ্র দত্ত, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আদর্শ সদরের সভাপতি শ্রী যুগেশ সরকার । ২২ নং ওয়ার্ডের সভাপতি নিহাদ দত্ত সিং, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর দক্ষিণের সভাপতি শ্রী চন্দন চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সদর দক্ষিণের সাধারণ সম্পাদক শ্রী সম্পদ পাল, আদর্শ সদরের সাধারণ সম্পাদক শ্রী মধুসূদন রায়, বারপাড়ার সভাপতি সজল পাল , শিব মন্দির সদর দক্ষিণের সভাপতি সুশীল মজুমদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের চেয়ারম্যান ডক্টর এম এম শরিফুল করিম, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আক্তার হোসেন, সাবেক চেয়ারম্যান আমানুল্লাহ আমান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, কুমিল্লা বাঁচাও মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী ফারুক, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সোহেল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদা আক্তার লাভলী, মাইনুল হোসেন রিপন।