বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাবুচি বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৬, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাবুচি বাজারে প্রায় এক একর সরকারী ভূমির উপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

সোমবার দুপুরে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। এসময় অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার উপ-সহকারী প্রকৌশলী আবদুল মমিন, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) নুরুল বাশার, সার্ভেয়ার সাইফুল ইসলাম ও মোয়াজ্জেম হোসেন।

অভিযানে স-মিল, টিন দোকান, খাদ্য দোকান, হোটেল, ঔষধ দোকানসহ সড়কের পাশে থাকা গাছের গুড়ি উচ্ছেদ করা হয়। এতে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবদুল মমিন বলেন, বারবার সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে অবৈধ দখলদারদেরকে নোটিশ করা হয়েছে। সর্বশেষ রোববার মাইকিং করে তাদেরকে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। কিন্তু তারা অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় বাধ্য হয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

আর পড়তে পারেন