বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না  –  জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ২৮, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেবিদ্বার উপজেলা প্রশাসনের আয়োজনে ১৫ টি ইউপি’র চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীদের সাথে নির্বাচনী মতবিনিময় সভা শুক্রবার সকালে দেবিদ্বার অফিসার্স ক্লাব জিমনেসিয়াম হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক উন-নবী তালুকদারের সভাপতিত্বে ও লালমাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার সৈয়দা সাদিকা সুলতানা’র উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ ফারুক আহাম্মেদ পিপিএম (বার), কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মঞ্জুরুল আলম।

আর পড়তে পারেন