বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বঙ্গবন্ধুর জন্মদিন এবং মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে প্রশাসনের মতবিনিময় সভা

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০২১
news-image

মো. জামাল উদ্দিন দুলালঃ

আগামী ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৫ই মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উদযাপনের লক্ষে বুধবার (১০ মার্চ) সকালে দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানসহ সুশীল সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার রাকিব হাসান এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, দেবিদ্বার থানার নবাগত অফিসার ইনর্চাজ (ওসি) মো. আরিফুর রহমান, দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ কবীর, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, কুমিল্লা জেলা পরিষদ সদস্য মো. শাহজাহান সরকার, সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ শিরিন সুলতানা, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক এ কে এম সফিকুল আলম ভিপি কামাল, কেন্দ্রিয় ছাত্রলীগ সাবেক সদস্য ও প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, দেবিদ্বার পৌর আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন সহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

আর পড়তে পারেন