শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেবিদ্বারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইনস্যুরেন্স কর্মীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৪, ২০১৭
news-image

 

শাহ ইমরানঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বায়েজিদ হাসান মুন্সী(২৭) নামে এক ইনস্যুরেন্স কর্মী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে নিজ বাড়িতে কাপড় শুকানোর তারে কাপড় ছড়ানোর সময় ওই দূর্ঘটনার ঘটে।

নিহত বায়েজিদ হাসান মুন্সী উপজেলার উপজেলার গুনাইঘর (দঃ) ইউনিয়নের বনকোট গ্রামের মূন্সী বাড়ির মৃত. নুরুল ইসলাম মুন্সী মাষ্টারের ছেলে। তিনি ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ’ এর দেবিদ্বার অফিসের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানান, বায়েজিদ হাসান মুন্সী নিজ বাড়িতে কাপড় শুকানোর তারে কাপড় ছড়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর দিকে তার একমাত্র বোন নাছরিন আক্তার (২৩) তাকে বাঁচতে এসে তিনিও মারাত্মক আহত হয়েছেন। তাকেও দ্রæত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) সরদার আব্দুল্লাহ আল মামুন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার সংবাদ আমাদের জানা নেই, এ ব্যাপারে কেউ মৌখিক বা লিখিত অভিযোগ করেন নাই। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আর পড়তে পারেন