শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দেবীদ্বারে অবৈধ দখল উচ্ছেদ, উদ্ধার সড়ক

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার দেবীদ্বারে দীর্ঘদিনের অবৈধ দখলদারি উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের সড়ক উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ মার্কেট ভেঙে দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুবিল ইউনিয়ন পরিষদে যাওয়ার সড়ক উদ্ধার করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, ইউপি সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া এবং দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, ঐতিহ্যবাহী ওয়াহেদপুর বাজার এলাকায় সড়কের জায়গা দখলমুক্ত করা হয়েছে। যানজট নিরসন, সিএনজি স্ট্যান্ড ও কাঁচাবাজার গড়ে তোলার লক্ষ্যে অচিরেই সড়কটির দুই পাশে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, সড়কটি বাজার থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আজ পুনরায় সেটি জনগণের জন্য উন্মুক্ত করা হলো। পর্যায়ক্রমে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

আর পড়তে পারেন