শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোটে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২, ২০১৮
news-image

 

নাঙ্গলকোট প্রতিনিধিঃ
কুমিল্লার নাঙ্গলকোটে শুক্রবার দুপুরে প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেফতারের দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, দি এশিয়ান এইজের প্রতিনিধি মো: কামাল হোসেন জনি, দৈনিক ডাকপ্রতিদিনের নিজস্ব প্রতিবেদক এ এইচ এম আবুল খায়ের, মোহনা টিভির প্রতিনিধি বেলাল হোসেন রিয়াজ, বিজয় টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, আমাদের অর্থনীতির প্রতিনিধি শরীফ আহমেদ মজুমদার প্রমূখ।

বক্তারা বলেন, গত ৩০ জানুয়ারী পেরিয়া ইউনিয়ন পরিষদের সামনে সংঘর্ষের ছবি তুলতে গিয়ে ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবির মজুমদারের আশিরবাদপুষ্ট সন্ত্রাসী মাধবপুর গ্রামের বজলের ছেলে বাবুল গাজী, শাকতলী গ্রামের আবুল কাশেম সর্দারের ছেলে মুসা, আলী আশ্রাফের ছেলে মোহাম্মদ, কালা মিয়া ছেলে মুন মিয়া, আক্তার, ফরায়েজ, চান্দুর গ্রামের নূরুননবী গংদের সন্ত্রাসী হামলার শিকার হন দৈনিক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক বারী উদ্দিন আহমেদ বাবর ও দৈনিক আমাদের সময় পত্রিকার সাংবাদিক মো. ওমর ফারুক। এ সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও নগদ ৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। হামলার ৩০ ঘন্টা পর মোটরসাইকেল উদ্ধার হলেও এখন পর্যন্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়নি।

আগামী ৭২ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার না করা হলে সাংবাদিকদের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক নবচেতনার প্রতিনিধি তোফায়েল মাহমুদ বাহার, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মো: দুলাল মিয়া, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি রতন মজুমদার, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি তোফায়েল হোসেন মজু:, দৈনিক জনতা প্রতিনিধি মো. রেজাউল করিম রাজু, দৈনিক আমাদের বার্তার একে এম মারুফ হোসেন, আ.লীগ নেতা মাঈন উদ্দিন মিন্টু।

আর পড়তে পারেন