নোয়াখালীতে তিন বিয়ে করায় প্রথম স্ত্রীর বাড়িতে যুবককে শিকলবন্দী
তিন বিয়ে করার অভিযোগে এক যুবককে শিকলবন্দী করে রেখেছেন তার প্রথম স্ত্রীর পরিবারের লোকজন। প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা বলছেন, একে একে তিনটি বিয়ে করেছেন ওই যুবক। বিষয়টি জানতে পেরে কৌশলে তাকে ডেকে এনে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের একটি গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রথম স্ত্রীর পরিবারের সদস্যরা জানায়, প্রায় দুই বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। বিয়েতে এক ভরি সোনার গয়না, এক লাখ টাকা এবং আসবাবপত্র যৌতুক দেওয়া হয়। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই সংসারে শুরু হয় নানা অশান্তি। অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ান ওই যুবক। এ নিয়ে সালিসও হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি।
ওই যুবকের প্রথম স্ত্রী জানান, ‘তিন বছর হলো আমার বিয়ে হয়েছে। আমি দুই বছর ধরে বাবার বাড়িতে থাকি। বাবার বাড়িতে আসার পর স্বামী খোঁজ নিতেন না। পরে জানতে পারি তিনি আরও দুটি বিয়ে করেছেন। এ কারণে ঘরের লোকদের দিয়ে কৌশলে ডেকে এনে তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি।’
জানতে চাইলে শিকলবন্দী স্বামী জানায়, বিয়ের তিন বছর ধরে কোনো সন্তান হয়নি তাদের। এ নিয়ে কলহ লেগেছিল। একপর্যায়ে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত এক-দেড় মাস আগে তিনি আরেকটি বিয়ে করেন। এরপর শ্বশুরবাড়ির লোকজন তাকে ধরে এনে মারধর করেন এবং পায়ে শিকল দিয়ে আটকে রাখেন।
জানতে চাইলে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, অভিযোগ দিয়েছে কি না, সেটি দেখতে হবে। বিষয়টি জাহাজমারা তদন্ত কেন্দ্র দেখবে।
জাহাজমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম বলেন, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি তবে ঘটনাটি লোকমুখে শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।











