শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাঁচথুবী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজায় নারী-পুরুষের মাঝে চেয়ারম্যান রাহুলের বস্ত্র বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২, ২০২৫
news-image

হাবিবুর রহমান মুন্না:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা সদরের পাঁচথুবী ইউনিয়নের বিভিন্ন মন্দির প্রাঙ্গণে অসহায় ও দুঃস্থ হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল।

বুধবার (১ অক্টোবর) রাতে তাঁর ব্যক্তিগত উদ্যোগে শুভপুরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির, শালদর শিব মন্দির, বামইল শিবের বাজার শিব মন্দির (শীল বাড়ি), উত্তর কৃষ্ণপুরের শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির ও পশ্চিম মাঝিগাছা সর্বজনীন দুর্গা মন্দিরে এই বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বস্ত্র বিতরণকালে পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাজী তানভীর আহমেদ রাহুল বলেন, “আজকের এই বস্ত্র বিতরণ শুধুমাত্র দান নয়, এটি আমাদের ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির প্রতীক। পূজার আনন্দে সবাইকে একসাথে রাখতে চাই। আমি আপনাদের সন্তানের মতো, আমাকে আগলে রাখবেন সব সময়। আপনাদের পাশে থেকে সামনে এগিয়ে যেতে চাই।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ রাজীব আহমেদ রানা বলেন,“দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের কৃষ্টি ও ঐতিহ্যের অংশ। আমরা চাই, সকল ধর্মীয় উৎসব হোক সবার জন্য আনন্দের। এই বস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে আমরা সেই সৌহার্দ্যের বার্তা পৌঁছে দিতে চাই।”

এসময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ বলেন,“ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য। আমাদের দলের আদর্শই হলো সকল ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান নিশ্চিত করা। আজকের এই ক্ষুদ্র প্রয়াস সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সম্মান ও ভালোবাসা গড়ে তুলবে।”

এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পাঁচথুবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড সহ সভাপতি মাহে আলম খোকন, আদর্শ সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাকিব রনি,সদস্য সচিব জিয়াউল হক রিংকু,পাঁচথুবী ইউনিয়নের ১,২,৩নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার রোকসেনা বেগম মজুমদার,৪,৫,৬নং ওয়ার্ডে সংরক্ষিত মেম্বার ইয়াসমিন আক্তার, পাঁচথুবী ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মারুফ আহমেদ, আমড়াতলী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সজিব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে মোট ৮১৫ জন অসহায় ও দুঃস্থ হিন্দু নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ আয়োজন সবার মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়ার পাশাপাশি সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

আর পড়তে পারেন