বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, আজ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতে পারে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০১৯
news-image

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মঙ্গলবার বৃষ্টি হতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক স্থানে এবং ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু জায়গায় মঙ্গলবার বৃষ্টির হতে পারে। এসব জায়গায় ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে আরো জানিয়েছে, লঘুচাপের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত থাকতে পারে। আগামী দুই দিন সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আর পড়তে পারেন