শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় পৌর নির্বাচনে মেয়র পদে ৬ জন ও কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ৩১, ২০২০
news-image

 

এমডি. আজিজুর রহমান:

বরুড়ায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ জন প্রার্থী, কাউন্সিলর পদে ৫২ জন এবং সংরক্ষিত মহিলা আসনে ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার ( ৩১ ডিসেম্বর)  নির্বাচন কমিশনার মো. আজহারুল ইসলামের নিকট একে একে আওয়ামীলীগ, বিএনপি, ওয়ার্কাস পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী মো. বকতার হোসেন বখতিয়ার (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন পাটোয়ারী (ধানের শীষ), ওয়ার্কাস পার্টি মনোনীত প্রার্থী আবদুল কাদের (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ক্বারী আবুল বাসার (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী বাহাদুরুজ্জামান।

অপরদিকে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মিয়া কামরুল কুমিল্লা জেলা নির্বাচন কমিশনারের কার্যালয়ে তাহার মনোনয়নপত্র দাখিল করেন। সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর প্রার্থী ১,২,৩নং ওয়ার্ডে ৪ জন, ৪,৫,৬নং ওয়ার্ডে ২ জন, ৭,৮,৯নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী।

এছাড়া কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৬ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন, ৫নং ওয়ার্ডে ৭ জন, ৬নং ওয়ার্ডে ৯ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন এবং ৯নং ওয়ার্ডে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনারের দপ্তরে দাখিল করেছেন।

প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই ৩রা জানুয়ারী, প্রত্যাহার ১০ জানুয়ারী, প্রতীক প্রদান ১১ জানুয়ারী এবং ৩০ জানুয়ারী পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে।

আর পড়তে পারেন