বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় যুবলীগের সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১২, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান, বরুড়া ঃ
কুমিল্লার বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মো. রুহুল কুদ্দুস সুমন সোমবার বরুড়া প্রেসক্লাবে উপজেলা যুবলীগের কতিপয় অতি উৎসাহি সদস্যের সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন।

দুই পৃষ্ঠার লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি বরুড়া কলেজ থেকে ছাত্র সংসদের ছাত্রলীগ থেকে এ.জি.এস নির্বাচিত হই ১৯৮৯ সালে। ১৯৯১ সালে উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব নির্বাচিত হই। ১৯৯৩-৯৪ সালে ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ নজরুল হলের ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করি। ১৯৯৬ সালে বরুড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হই। ২০০১ সালে বিএনপি জামায়াত জোটের আমলে ১৩টি মিথ্যা মামলার আসামি হয়ে তিনবার কারাবরণ করি। আমি ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ ও মহাজোটের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করি। আমার বাবা স্বাধীনতা পক্ষের একজন নিরলস কর্মী ছিলেন। তিনি শিলমুড়ী (দঃ) ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আর যাকে উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক করার ষড়যন্ত্রে মেতে উঠেছেন সংগঠনের কতিপয় অতি উৎসাহি বন্ধুরা তারা কি জানেন সোহেল সামাদ ২০০৮ সালের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) মনোনীত প্রার্থী রেদোয়ান আহম্মদের পক্ষে কাজ করে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী অধ্যাপক আলী আশ্রাফের ব্যাপক ক্ষতি সাধন করেন। ২০১৪ সালে উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থী তৎকালীন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের বিরোধীতা করে বিএনপির প্রার্থী আবদুল খালেক চৌধুরীর বিজয়ের বিশেষ ভূমিকা পালন করেন। এছাড়া ২০১৬ সালে স্থানীয় সরকার নির্বাচনে চিতড্ডা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী রেজাউল করিম ইকবালের বিরোধীতা করে ধানের শীষ প্রার্থীর বিজয় নিশ্চিত করেন। গত জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সাবেক নৌ বাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহেবের বিরুদ্ধে কাজ করেন। আমার কমিটিতে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট এস.এম কামরুল ইসলাম, কুমিল্লা (দঃ) জেলা আ’লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী, জেলা পরিষদের চেয়ারম্যান এডমিরাল আবু তাহের অভিনন্দন জানিয়েছেন। জিয়াউল হক কাউছার কর্তৃক সাংবাদিক সম্মেলনে তারা অনুমোদিত কমিটির সম্মানিত সদস্য ভাউকসার ইউপি’র সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের স্থলে আগানগরের মিজানুর রহমান, বরুড়ার মিজানুর রহমানের স্থলে পুরান কাদবার মিজান, আড্ডার জাকির হোসেনের স্থলে খোশবাসের জনৈক জাকির, কশামীর আবুল কালামের স্থলে নবীপুরের আবুল কালাম, দেওয়াননগর গিয়াস উদ্দিনের স্থলে অন্য লোক বসিয়ে স্বাক্ষর দিয়ে প্রতারণার নজির স্থাপন করেছে। আমি সংগঠন বিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এহেন নেতিবাচক কার্যকলাপ থেকে সংগঠনের স্বার্থে বিরত থাকার আহবান জানাচ্ছি। দুই দশক পর বরুড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় যুবলীগ কমিটির সভাপতি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীর নিকট কৃতজ্ঞতা জানাচ্ছি।

আর পড়তে পারেন