শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বাহরাইনে ভবন ধসে কুমিল্লার বুড়িচংয়ের যুবকের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১১, ২০১৮
news-image

 

সেলিম সজীবঃ
বাহরাইনের রাজধানী মানামায় মঙ্গলবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবন ধস দেখে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বুড়িচংয়ের মো. সেলিম মিয়া (৪৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

বাহরাইনে বসবাসরত রাসেল সম্রাট, আব্দুল জব্বার জানান, বাহরাইনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশি কুমিল্লা-চাঁদপুরে প্রবাসী অধিকাংশ লোকজন বাহরাইনের রাজধানী মানামায় একটি ৪ তলা ভবনে বসবাস করত।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় প্রবাসীরা ডিউটি শেষে রুমে ফিরে সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না বান্না করার সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এসময় ভবনের অধিকাংশ লোকজন আহতের ঘটনা ঘটে, তবে কতজন হতাহত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার খবর শুনে কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপর গ্রামের মফিজুল ইসলামের ছেলে সেলিম মিয়া নামের এক প্রবাসী রাতে ওই ঘটনাস্থলে গিয়ে দেখে এসে তার বাসায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে স্থানীয় সময় রাত ১টায় বাংলাদেশ সময় ভোর ৫ টায় তিনি মৃত্যু বরণ করেন। বাহরাইনের প্রবাসীরা এ অবস্থা দেখে তারা স্থানীয় পুলিশকে খবর দিয়ে বাহরাইনের সালমান হাসপাতালে পুলিশের সহযোগিতায় নিয়ে যান।

সেলিম মিয়ার পিতা মো. মফিজুল ইসলাম জানান সেলিম মিয়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাস্থল দেখে এসে তার স্ত্রী শারমিন আক্তারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে লাইন কেটে যায়। পরে বাহরাইনে অবস্থান রত গ্রামের প্রবাসী রাসেল সম্রাট ও জব্বারের মাধ্যমে মৃত্যুর খবর পেয়ে আমাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে। গত সাড়ে ৩ বছর পূর্বে সেলিম মিয়া প্রায় ৪ লক্ষাধীক টাকা সুদ ও ধারদেনা করে বাহরাইনে চাকরি নিয়ে যায়।

সেলিম মিয়ার ৩ মেয়ে রয়েছে এর মধ্যে বড় মেয়ে ইসরাত জাহান (১৭) পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের প্রথম বর্ষের ছাত্রী, ২য় নুসরাত জাহান (১২) স্থানীয় পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী, ৩য় মাসুমা আক্তার (৭) একই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

প্রবাসী সেলিম মিয়ার প্রায় ৩ লক্ষ টাকা ঋণ রয়ে গেছে। সেলিমের রয়েছে পিতা-মাতা, ৪ ভাই, ২ বোন, স্ত্রী ও ৩ মেয়ে। সেলিম তার ভাইয়েরা পরিবার নিয়ে আলাদা ভাবে বসবাস করে। এ নিয়ে পরিবারটি এখন তাকে হারিয়ে হতাশা গ্রস্ত হয়ে পড়েছে । সেলিমের বাড়িতে এখন চলছে শোকে মাতম চলছে।

আর পড়তে পারেন