শনিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উপলক্ষে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির আয়োজনে কুমিল্লার রাস্তায় প্রাণের ছোঁয়া!

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৭, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

আজ বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুমিল্লা নগরীতে এক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করে কুমিল্লা ট্যুরিজম কমিউনিটি ।

শনিবার সকাল দশটায় নগরীর ঈদগা মাঠ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

কুমিল্লা ট্যুরিজম কমিউনিটির সংগঠকরা জানান, বাংলাদেশ শুধু প্রকৃতির অপরূপ লীলাভূমি নয়, বরং ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি আর মানুষের আতিথেয়তায় ভরপুর এক সম্ভাবনাময় পর্যটনগন্তব্য।

চট্টগ্রামের পাহাড় থেকে শুরু করে সুন্দরবনের বাঘ, সিলেটের চা-বাগান থেকে রাঙ্গামাটির লেক, পানাম নগর থেকে মহাস্থানগড়, কক্সবাজার সমুদ্রসৈকত থেকে পাহাড়পুর বিহার— প্রতিটি স্থানই একেকটি গল্প, একেকটি অনুভব।

আজকের র‍্যালি শুধু কুমিল্লার নয় — এটি গোটা বাংলাদেশের পর্যটন সম্ভাবনাকে জাগিয়ে তোলার ডাক। চলুন, সবাই মিলে গড়ে তুলি পরিচ্ছন্ন, নিরাপদ ও অতিথিপরায়ণ বাংলাদেশ — যেখানে প্রতিটি স্থান হবে একটি নতুন অভিজ্ঞতা, আর প্রতিটি মানুষ হবে একেকজন পর্যটনের শুভেচ্ছাদূত।

আর পড়তে পারেন