শুক্রবার, ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা কুদ্দুস গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৮, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সদস্য আব্দুল কুদ্দুসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে বুড়িচং থানা পুলিশের একটি বিশেষ দল পৌরসভার হরিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের (দক্ষিণ-পশ্চিমপাড়া) বাসিন্দা।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানান, তার বিরুদ্ধে বুড়িচং থানায় বিস্ফোরক আইনে মামলা চলমান রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আবদুল কুদ্দুসের সম্পৃক্ততা, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তিনি স্থানীয়দের কাছে সুদি কুদ্দুস নামে বেশ পরিচিত।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, আবদুল কুদ্দুসের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন