বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় ফার্মেসী থেকে সরকারী ঔষধ উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৭, ২০১৭
news-image

মোঃ সাইফুল ইসলাম ভূইয়া, ব্রাহ্মণপাড়াঃ

যৌন উত্তেজক নিষিদ্ধ ট্যাবলেট, ভায়েগ্রা, মোটা তাজাকরন ট্যাবলেটসহ বিভিন্ন অবৈধ ঔষধ এবং বিভিন্ন সরকারি ঔষধ দোকানে রেখে বিক্রি করার অপরাধে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৪৩ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, গতকাল ২৭ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার। এসময় কুমিল্লা জেলার ঔষধ তত্বাবধায়ক হারুন অর রশিদ এবং থানার এসআই তীথংকর দাসসহ পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতে অংশ গ্রহন করেন। ভ্রাম্যমান আদালত মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকার মের্সাস মদিনা মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃ শাহআলমকে ঔষধ (ড্রাগ) আইন ১৯৪০ এর ১৮ ধারায় ১০ হাজার টাকা, প্রভাত মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃ হিমুকে একই ধারায় ৩০ হাজার টাকা এবং প্রান্ত এন্ড প্রত্যয় মেডিকেল হলের স্বত্বাধিকারী সঞ্জিত চন্দ্র সরকারকে একই ধারায় ৩ হাজার টাকাসহ মোট ৪৩ হাজার টাকা জরিমানা করে নগদ আদায় করেন। তাদের কাছ থেকে নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের অবৈধ প্রায় ৮ হাজার ট্যাবলেট এবং সরকারি প্রায় ৩ হাজার ট্যাবলেটসহ মোট প্রায় ২ লক্ষাধিক টাকার ঔষধ উদ্ধার করেন।

নির্বাহী ম্যাজিষ্ট্র্টে উদ্ধারকৃত ঔষধের মধ্যে নিষিদ্ধ বিভিন্ন ট্যাবলেটগুলো উপজেলা কমপ্লেক্সের পাশে গর্ত করে তা আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং উদ্ধারকৃত সরকারি ঔষধগুলো ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোঃ মুবিনুল হকের নিকট বুঝিয়ে দেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, ভ্রাম্যমান আদালতের এ অভিযান উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসীগুলোতে অব্যাহত থাকবে।

আর পড়তে পারেন