মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১১, ২০১৭
news-image

বুড়িচং সংবাদদাতাঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রথম শ্রেনির ছাত্রী কাশফিয়া আক্তার তাছলিমা (৭) পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
শনিবার (৮ এপ্রিল) দুপুর ১টায় স্কুল থেকে এসে পুকুরের পাশে খেলতে গিয়ে নিখোজ হয়। সন্ধ্যা সাড়ে ৭টায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত কাশফিয়া আক্তার তাছলিমা উপজেলা সদরের শাহ আলম চেয়ারম্যানের বাড়ির মাহবুবুর রহমানের মেয়ে। সে হাজী ফজর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্র জানায়, কাশফিয়া আক্তার তাছলিমা দুপুর ১টায় স্কুল থেকে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে অন্যান্য খেলার সাথীদের সাথে খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পশ্চিম পাশের পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় অনেক খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। তার সন্ধানের জন্য বাড়ির লোকজন জেলেদের জাল দিয়ে পুকুরে কয়েকবার তল্লাশি চালায় কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি। রাত সাড়ে ৭টায় বাড়ির পশ্চিম পাশের ওই পুকুরে কাশফিয়া আক্তার তাছলিমার লাশ পুকুরের পানিতে ভাসঁতে দেখে বাড়ির লোকজন মৃতদেহটি পানি থেকে উদ্ধার করে। এ সময় স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আর পড়তে পারেন