শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে প্রস্তুত ৩৯টি পূজামন্ডপ

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১৪, ২০১৮
news-image

সাকিব আল হেলালঃ
চলে এলো মহালয়া আকামে বাতাসে পূজা গন্ধ,ঢাক-ঢোল আর কাসির শব্দ মুখোরিত হয়ে উঠছে চারদিক। শরতের আঁকাশে পেজা তুলো রাশির মত ভেসে বেড়াচ্ছে মেঘ। মাঠে ঘাটে কাঁশ ফুলের ছড়াছড়ি ,বাতাসে শিউলি ফুলের গন্ধে মাতোয়ারা আবাল বৃদ্ধ বনিতা। মেতে উঠছে শারদীয় দুর্গা উৎসব।তারই ধারাবাহিকতায় কুমিল্লার বুড়িচং উপজেলার সনাতনী হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা ।

বছর ঘুরে আবারও সনাতণী হিন্দু ধর্মালম্বীদের প্রানের উৎসব শারদীয় দুর্গা পূজার আগমনী সুবাতাস বইতে শুরু করেছে।১৫ অক্টোবর(সোমবার)মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হয়ে শেষ হবে দশমীতে প্রতিমা বিসর্জনরে মধ্য দিয়ে।এবার মা দূর্গা আগমন ঘোড়া চড়ে আর পূজা শেষে ফিরে যাবেন দোঁলায় চড়ে।

দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা ভক্তকূলের মাঝে আনন্দের জোয়ার সৃষ্টি হয়।এ কারনে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম হিন্দু বাড়িতে শারদীয় দুর্গাপূজার উৎসবের আমেজ বইছে।কাদামাটি,খড়,বাঁশ,সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা দেবী দূর্গার প্রতিমা তৈরিতে ব্যাস্ত সময় পার করেছেন পুরুষের পাশাপাশি নারী কারিগররাও।

বুড়িচং উপজেলার মোকাম,দূর্গাপুর,পীরযাত্রাপুরসহ বিভিন্ন হিন্দু বাড়িতে গিয়ে দেখা যায় ব্যাস্ত সময় সময় পার করছেন তারা।প্রতিমা তৈরির কাজ শেষ।রং তুলির শৈল্পিক ছোঁয়ায় ফুঁটিয়ে তোলা হয়েছে দেবীর মনকাড়া প্রতিচ্ছবি।শুধু প্রতিমা তৈরিই নয় ,বিশাল বাঁজেটের বিভিন্ন থীমের আদলে তৈরি করা হয়েছে প্রতিমা মন্ডপও।ঐতিহ্যকে ধরে রেখে এবারও বিশাল বাজেটের প্রতিমা মন্ডপগুলো সাঁজানো হয়েছে আকর্ষনীয় থীমের আদলে।

উপজেলা পূজা উৎযাপন পরিষদ জানান,আমরা সবসময় শান্তিপূর্নভাবে পূজা উৎযাপন করতে চাই।এ বছর বুড়িচং উপজেলায মোট ৩৯টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে ”।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান,এ বছর আমাদের ব্যাপক নিরাপত্তা থাকবে।আমরা চারটি ইউনিটে ভাগ হয়ে পুরো উপজেলাকে শতভাগ নিরাপত্তা দেবার প্রস্তুতি নিয়েছি।কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে আমাদের দৃষ্টি থাকবে বেশি”।

আর পড়তে পারেন