শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় গরম পানির পাতিল পড়ে শিশুর মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ১৬, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ব্রাহ্মণপাড়া পূর্বপাড়ায় চুলার উপরে গরম পানির পাতিল পড়ে ওয়াসানাত নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ওয়াসানাত ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের পূর্ব পাড়ার আল আমিনের মেয়ে।

মৃত শিশুর চাচা সোহাগ জানায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শিশুর মা চুলায় পাতিলে গরম পানি বসিয়ে রাখে। সকাল ৯টার দিকে অসাবধানতার বসে শিশুটির গায়ে গরম পড়ে তার শরীর ঝলসে যায়। বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আর পড়তে পারেন