শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন দপ্তরে নীলবাতি প্রজ্জ্বলন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৩, ২০১৯
news-image

আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া :

“সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন দপ্তরে নীলবাতি প্রজ্জ্বলন সহ নানা কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ফারুক আহাম্মেদ এর নেতৃত্বে শোভাযাত্রাটি বিভিন্ন সড়কে ঘুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আলোচনাসভায় মিলিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অপরদিকে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে তিনদিন ব্যাপী নীলবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

আর পড়তে পারেন