শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাহ্মণপাড়ায় শিবিরের ৪ কর্মী আটক

আজকের কুমিল্লা ডট কম :
মে ৩, ২০১৭
news-image

ব্রাহ্মণপাড়া প্রতিনিধি ঃ
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সিদলাই গ্রাম থেকে ৪ শিবির কর্মীকে আটক করেছে পুলিশ ।

বুধবার (৩ মে) বিকাল সাড়ে ৫টায় উপজেলার সিদলাই গ্রামের ৭ নং ওয়ার্ডের খালেক চেয়ারম্যানের বাড়িতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটক হওয়া শিবিরের কর্মীরা হলেন, মুরাদনগর পাল্লাসুতা (নয়াপাড়া) গ্রামের মৃত. আবদুল বাতেনের ছেলে শাহিন আলম (২৭), দেবিদ্বার উপজেলার এগারগ্রাম মোকশাইর গ্রামের আবদুর জব্বারের ছেলে মোঃ ইসহাক ভূইয়া (২৪), দুলালপুর সিংহারচড়া এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে ওমর ফারুক (২২) এবং প্রজাপতি গ্রামের মৃত. মোঃ আবদুল্লাহ এর ছেলে মোঃ হিজবুল্লাহ (১৮)।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএএম শাহজাহান কবির জানান, খালেক চেয়ারম্যানের বাড়িতে ১৪/১৫ জন শিবির কর্মী গোপন বৈঠক করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান পরিচালনা করলে তারা ছত্রভঙ্গ হয়ে চারদিকে দৌড়ে পালিয়ে যাবার সময় আমরা ৪ শিবির কর্মীকে জেহাদি বইসহ আটক করি। আটক হওয়া ৪ শিবির কর্মীসহ অজ্ঞাত ১৫ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।

আর পড়তে পারেন