ভিক্টোরিয়ায় রাষ্ট্রবিজ্ঞান সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “রাষ্ট্রবিজ্ঞান সমিতি”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. আনোয়ার হোসেন তফসিল ঘোষণা করেন। নির্ধারিত ধাপ অনুসরণ করে মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থী তালিকা প্রকাশ ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়। সবশেষে ২২ সেপ্টেম্বর ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় নির্বাচন কমিশনার ড. মুহাম্মদ রাজু আহমেদ, মো. জাকির খান ও প্রভাষক মো. মাসুদ রানা উপস্থিত ছিলেন।
সর্বসম্মতভাবে নির্বাচিত এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন
সভাপতি: আদনান সামী, সহ-সভাপতি: মো. সাকিব, রিয়াদ (রায়হান), শাহাদাত রহমান (সন্তু), মো. রায়হান, সাধারণ সম্পাদক: মো. সাকিব আল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক: নুসরাত জাহান শশী, সাকিব আল হাসান, ইকবাল মোরশেদ, সাংগঠনিক সম্পাদক: মো. সাব্বির আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক: মিনহাজুল ইসলাম মৃধা, কোষাধ্যক্ষ: জোবায়ের হোসেন জিসান, দপ্তর সম্পাদক: মো. জুনায়েদ, ছাত্রী বিষয়ক সম্পাদক: রাবেয়া আক্তার, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক: তাসমিয়া হাসান তারিন, প্রচার ও প্রকাশনী সম্পাদক: মো. মেহেদী হাসান আবির, আন্তঃবিভাগ যোগাযোগ সম্পাদক: রোহান আহমেদ, সেমিনার বিষয়ক সম্পাদক: রবিউল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক: অধরা কর, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক: শিমু আক্তার, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: শাহাদাত হোসেন সাকিব, সহ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: মো. নাঈম, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক: শাফিউল আমিন জুনাইদ, সহ-পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক: ফয়সাল হাসান সজীব, তথ্যপ্রযুক্তি সম্পাদক: নাহিদ হাছান জমাদার, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক: কামরুন নাহার তারিন, গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক: মো. মীর হোসেন ইবনে ফাহাদ, নির্বাহী সদস্য: মো. কাউসার আহমেদ, সাইফুল ইসলাম চয়ন, তানিয়া আক্তার, রেজাউল হাসান।
সভাপতি আদনান সামী এবং সাধারণ সম্পাদক মো. সাকিব আল হাসান বলেন, রাষ্ট্রবিজ্ঞান সমিতি শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি, গবেষণামূলক কার্যক্রম, সাংস্কৃতিক আয়োজন ও সামাজিক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখবে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক পরিষদ ও সিনিয়র ছাত্র উপদেষ্টাগণ নতুন কমিটির সাফল্য কামনা করেছেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।