শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোটগ্রহণ শেষ , চলছে গণনা

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০১৮
news-image
 

ডেস্ক রিপোর্ট : 

দুইএকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বিঘ্নে শেষ হয়েছে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ। আজ মঙ্গলবার সকাল ৮টায় এ সিটি করপোরেশনের ২৮৯টি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হওয়ার পর বড় ধরনের কোনো সহিংসতার অভিযোগ পাওয়া যায়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। নির্বাচন বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখন কেন্দ্রে কেন্দ্রে ফল গণনা করা হচ্ছে। দলীয় প্রতীকে প্রথমবারের নির্বাচন উৎসবমুখর হওয়ায় খুশি ভোটাররা।

এদিকে নির্বাচনকে ঘিরে, পুরো নগরীজুড়ে মোতায়েন রয়েছে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরআগে ভোট উপলক্ষে পুরো নগরীজুড়ে মোতায়েন করা হয় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

এদিকে, নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী। তবে, সুষ্ঠু পরিবেশ নিয়ে বিএনপির মেয়র প্রার্থী সংশয় প্রকাশ করেছেন। বিএনপির অভিযোগের ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

কড়া নিরাপত্তায় সকাল ৮টা থেকে নগরীর ২৮৯ টি কেন্দ্রে শুরু হয় ভোট গ্রহণ। এ সময় লম্বা লাইনে দাঁড়িয়ে একে একে ভোট দিতে থাকেন নগরবাসী। ভোট দিতে আসেন বয়োবৃদ্ধরা, আসেন তরুণ ভোটাররাও।

উল্লেখ্য, এবার খুলনা সিটিতে মোট ভোটার ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ ও নারী ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন। ভোট গ্রহণ কর্মকর্তা ৪ হাজার ৯৭২ জন। নির্বাচনে ভোট কেন্দ্র ২৮৯টি। এর মধ্যে ২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। এ ২টি কেন্দ্রের ১০টি বুথের ২ হাজার ৯৭৮ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

আর পড়তে পারেন