শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মক্কা- মদিনাসহ অনেক জায়গায় পালিত হচ্ছে ঈদ

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০১৯
news-image

 

এহসান ফারুকী :

আজ রবিবার (১১ আগস্ট) পশু কুরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন হাজিরা। মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটানোর পর ফজরের নামাজ আদায় করে মিনায় ফিরেন হাজীরা।

মহান আল্লাহর কাছে পাপমুক্তির জন্য হাজীরা নফল ইবাদত, জিকির করেন। এ বছর হজযাত্রায় উপস্থিত ছিলেন ২৪ লাখ মুসলিম। তাছাড়া শয়তানকে পাথর মারার জন্য পাথর ও সংগ্রহ করেছে হাজীরা। ফজরের নামাজ মুজদালিফায় আদায় করার পর হাজীরা মিনার উদ্দেশ্য রওনা দেন, এরপর সেখানে শয়তানের উদ্দেশ্য এ পাথর নিক্ষেপ করা হয়, এরপর মিনায় পৌছে পশু কুরবানি দেন হাজীরা।

মক্কায় ফিরে বিদায়ী তাওয়াফ ও দুই পাহাড় সাফা-মারওয়ায় সাতবার দৌড়াবেন হাজীরা। পরে ১১ ও ১২ জিলহজ্জ মিনায় তিন শয়তানকে কঙ্কর মারবেন হাজীরা এবং মক্কায় বিদায়ী তাওয়াফের পর হাজীরা নিজ নিজ দেশে যাবেন।

মক্কা- মদিনার পাশাপাশি আজ মধ্যপ্রাচ্য, ইউরোপের অনেক দেশেই পালিত হচ্ছে পবিত্র ঈদ।

আর পড়তে পারেন