শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে সরিষার বাম্পার ফলন

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২০, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর ঃ
ঋতুর পালা বদলে শীতের আগমনী বার্তায় মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে সৌন্দর্য মন্ডিত সরিষা ফুল। গ্রামের দিগন্ত জোড়া মাঠ সেজেছে হলুদ সরিষা ফুলের সমারোহে। সরিষা ফুলের মন মাতানো গন্ধ সবাইকে আকৃষ্ট করে। মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় এবার সরিষার আবাদ শুরু হয়েছে চোখে পড়ার মতো। উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, হলুদ ফুলে ফুলে ছেয়ে গেছে সরিষা গাছ। কিছুদিনের মধ্যে ভরে উঠবে সরিষার মাঠ ফুলে ফুল। আবহাওয়া অনুকূলে থাকার ফলে এ বছর মতলব উত্তরে সরিষার বাম্পার ফলন হবে এমনটাই আশা করছেন চাষিরা।

সরদারকান্দি গ্রামের বাসিন্দা কৃষক আশরাদ প্রধান বলেন, ভালো ফসল হবে এমনটাই আশা করছি। তবে সরিষা চাষে আগ্রহ সৃষ্টির জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের পরামর্শ দিচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যদি কৃষকদের প্রশিক্ষণসহ যথারীতি দেখা শোনা করে থাকে। আরো তদারকি করলে অনেক অনাবাদি জমিতে সবজিসহ সরিষা চাষ করা সম্ভব। বড়হলদিয়া গ্রামের সুজন মিয়া বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা এবং সরিষার ন্যায্যমূল্য পেলে এ অঞ্চলের কৃষকরা ধান চাষের পাশাপাশি সরিষা চাষে আরো বেশি এগিয়ে আসবে। অল্প সময়ে বেশি লাভ হচ্ছে বলে জানান কৃষকরা।

মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সালাউদ্দিন জানান, মাত্র ১০ শতাংশ জমিতে সরিষা চাষ করলে ৬-৭ জনের পরিবারের এক বছরের তেলের চাহিদা মিটে যায়। উপজেলায় এবার সরিষার ফলন বেশ ভালো হবে বলে আশা করা যাচ্ছে। বাজারে সরিষার দাম ভালো পাওয়া গেলে কৃষকের লাভের অঙ্কটা একটু বেশি হবে। তবে মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প এলাকায় সরিষার চাষ অন্য বছরের তুলনায় সরিষা চাষ একটু কম হবে। কারণ, ১ জানুয়ারি সেচ প্রকল্প সেচের পানি জমিতে দেবে তাই। তিনি আরো বলেন, জমিতে বিঘায় চার মণ, কোনো কোনো জমিতে পাঁচ মণ সরিষা পাওয়া যাবে। এবার দাম ভালো পেলে আগামীতে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হবে। চাষিদের উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষে আগ্রহী করতে বিভিন্ন মাঠে প্রদর্শনী মাঠ করা হয়েছে।

আর পড়তে পারেন