শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মারা গেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ফারুক

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৫, ২০২৩
news-image

ডেস্ক রিপোর্ট:

চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দেশের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা আকবর হোসেন পাঠান ওরফে ফারুক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৫) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে তিনি মারা গেছেন।

প্রায় দুই বছর সিঙ্গাপুরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাইখ্যাত নায়ক ফারুক। তিনি শুধু অভিনেতায় নন, তিনি বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নির্মাতা আনজাম মাসুদ জানান, সোমবার সকাল ৮টা ৩০ মিনিটের দিকে মারা গেছেন নায়ক ফারুক। সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় দুই বছর চিকিৎসাধীন ছিলেন তিনি।

দীর্ঘ অভিনয় জীবনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল ইত্যাদি।