মুরাদনগরে দুর্ধর্ষ চুরি, ফেলে যাওয়া মোবাইলের সূত্রধরে একজন আটক

কুমিল্লার মুরাদনগরে একটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চুরি করতে এসে ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে ১ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে মুরাদনগর উপজেলা সদর ইউনিয়নের করিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাজিব মজুমদার বলেন, রাতের কোন এক সময় চোর আমার ঘরে লুকিয়ে ছিল। প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতের খাবারে পর আমি এবং আমার স্ত্রী ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক আড়াইটার দিকে ঘর থেকে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে দরজা খোলার সময় আমি শব্দ পাই। চুরি করা নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে সে পালিয়ে যাওয়ার সময় আমি পেছন থেকে তাকে ঝাপটে ধরি। পরে সে আমাকে কিল ঘুষি মেরে পালিয়ে যায়। এ সময় চোরের ব্যবহৃত একটি মোবাইল ফোন ফেলে যায় আমার ঘরে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মুরাদনগর থানার একদল পুলিশ আমার বাড়িতে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি করতে এসে, চোরের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার দুপুরে বাঞ্ছারামপুর উপজেলার মনিয়ন্ধা গ্রামের আব্দুল হকের ছেলে মামুন মিয়াকে আটক করা হয়েছে। আটককৃত মামুন মিয়া চুরির বিষয়টি স্বীকার করলেও, এখনো কোনো কিছু উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, চুরির ঘটনায় মামুন মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।