বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় অপহৃত শিশু শিক্ষার্থী উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৯, ২০১৭
news-image

 

এম এইচ বিপ্লব সিকদার:

অপহরণের তিন ঘন্টা পর কুমিল্লা মেঘনা উপজেলায় অপহৃত শিশু শিক্ষার্থী হামিমকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শনিবার (১৯ আগষ্ট)দুপুর ১২ টায় উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড থেকে হামিমকে উদ্ধার করে থানা পুলিশ। তবে অপহরণকারি বোরকা পরিহিত মহিলাকে পাওয়া যায়নি । এর আগে সকাল ৯ টায় মেঘনা মাইলস্টোন কিন্ডারগার্টেনের প্লে-গ্রুপের শিক্ষার্থী হামিমকে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অপহরণ করে বোরকা পরা এক মহিলা।

এ বিষয়ে মেঘনা  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিন বলেন, অপহরণের বিষয়টি জানার পর সাথে সাথে পুলিশের কয়েকটি টিম  শিশুটিকে উদ্ধারের প্রচেষ্টা চালায়। অবশেষে ভাটের চর এলাকায় সড়কের পাশে চেকপোষ্ট বসিয়ে তল্লাশিরত মেঘনা থানার উপ-পরিদর্শক আলমগীর ও উপ-পরিদর্শক মকবুলকে স্থানীয় এলাকাবাসী জানায় ভাটের চর বাস স্ট্যান্ডে  একটি বাচ্চাকে ঘুরতে দেখা যাচ্ছে । এ সংবাদ পেয়ে বাসস্ট্যান্ডে গিয়ে পুলিশ বাচ্চাটিকে  উদ্ধার করে দুপুর সাড়ে ১২ টার দিকে থানায় নিয়ে আসে, অপহরণ কারী বোরকা পরা মহিলা কে পাওয়া যায়নি । পরে  শিশুটির মা আয়েশা বেগমের হাতে তুলে দেন।

শিশু হামিমের মা আয়েশা বেগম জানান, ছেলে এখন আমার কোলে । আমি এখনও থানায় আছি, পুলিশ উদ্ধার করে আমার সন্তান আমার কোলে ফিরিয়ে দিয়েছে।

আর পড়তে পারেন